ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ


ঢাকা : চট্টগ্রামে দুই ম্যাচ খেলেই আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারানোর পর প্রথম টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে টাইগাররা। যা দলের আত্তবিসসা বাড়িয়ে দিয়েছে। রোববার (১২ মার্চ) ঢাকার হোম অব ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে।

মিরপুরে বাংলাদেশ এখন টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। একটি জয়ই ভাসাতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে। টেস্ট খেলুড়ে এই একটিমাত্র দেশের বিপক্ষেই এখনো কোনো ফরম্যাটে সিরিজ জয়ের আনন্দে ভাসতে পারেনি বাংলাদেশ।

চন্ডিকা হাথুরুসিংহে এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে বদলে গিয়েছে বাংলাদেশ। যে হাথুরুসিংহের অধীনে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোনালি সময় পার করেছিল বাংলাদেশ। তার আগমনে জাতীয় দলে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, তাতে কোনো সন্দেহ নেই। আর সাকিবের কথা নতুন করে কি বলবো। তা অধিনায়কত্বেই তো এক নতুন বাংলাদেশের শুরু হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অপ্রত্যাশিত জয় টাইগারদের যোগাবে বাড়তি আত্মবিশ্বাস। তবে হারের ধকল কাটিয়ে সিরিজে ফেরার চেষ্টায় থাকবে জস বাটলার বাহিনীও। তাই সহজ হবে না টাইগারদের লক্ষ্য পূরণ।

এ ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে নিজেদের দেশের উইকেটই। চট্টগ্রামে বল হাতে বাজে শুরুর পরও পেসাররা দারুণভাবে ফিরে এসে ইংল্যান্ডকে বেঁধে ফেলেছিল টাইগার ব্যাটারদের সামর্থের সীমারেখার ভেতরেই। কিন্তু মিরপুরের উইকেটে কী একইভাবে জ্বলে উঠতে পারবেন হাসান মাহমুদ-মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মিরপুরের ধীরগতির স্পিনিং উইকেট ওয়ানডে সিরিজে বাংলাদেশের জন্য সুবিধার থেকে অসুবিধাই করেছিল বেশি। আদিল রশিদের লেগ স্পিনে ভুগেছে বাংলাদেশের ব্যাটাররা।

তাই হয়তো দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন আনলে আনতেও পারে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশ উইনিং কম্বিনেশন বদলাতে চায় না। কিন্তু, যদি দলে পরিবর্তনই আনতে হয় তাহলে বাড়তি স্পিনার খেলানো হতে পারে। সেক্ষেত্রে দুই বাঁহাতি সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সাথে অফস্পিনার মেহেদি হাসান মিরাজের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি মিরাজ সুযোগ পেয়েই যান, তবে দল থেকে বাদ পড়তে পারেন তাসকিন কিংবা মুস্তাফিজ।

ধারণা করা হচ্ছে, একাদশে পরিবর্তন আনবে না বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ হারের পর ইংলিশ দলে পরিবর্তন আসতে পারে। পিচের সুবিধা নিতে আজ একাদশে একজন বেশি স্পিনারকে খেলাতে পারে ইংল্যান্ড।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান/তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।