বিদেশি পাইলটের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা


ঢাকা : ভুল চিকিৎসায় গালফ এয়ারের এক পাইলটের মৃত্যুর অভিযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। মারা যাওয়া জর্ডানের নাগরিক ইউসুফ হাসান আল হিন্দির বোন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা আল হিন্দি জোসেফিনো মামলাটি করেন।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে এ মামলা করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মামলায় ইউনাইটেড হাসপাতালের চিফ কনসালটেন্ট অব দ্যা ক্রিটিকাল কেয়ার মেডিসিন অ্যান্ড ইমাজেন্সি মেডিসিন বিভাগের ডা. ওমর ফারুকের পাশাপাশি ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৪ ডিসেম্বর সকালে পাইলট ইউসুফ হাসান গালফ এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে পরিচালনার দায়িত্ব পান।

তবে বিমানবন্দরে ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরুর পর তিনি শারিরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গত ৩১ জানুয়ারি হাসপাতালে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।