চট্টগ্রাম: বাসা থেকে চুরি হওয়ার পাঁচ মাস পর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার এসআই হাসান আলীর সরকারি পিস্তলটি উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত একজন গ্রেফতারও হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
গ্রেফতার আসাদুল ইসলাম বাবুল (৩৯) কুমিল্লার দাউদকান্দি থানার খোশকান্দি এলাকার শহিদুল ইসলামের ছেলে। চট্টগ্রামের অন্যতম ছিনতাইকারী হামকা নুর আলম গ্রুপের সক্রিয় সদস্য সে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাবুলের বাসায় তল্লাশি চালিয়ে ওয়ারড্রবের নিচে পিস্তল ও গুলি ভর্তি ম্যাগজিন দুইটি পায় পুলিশ। ওইে বাসা থেকে তালা ও গ্রিল কাটার যন্ত্রপাতি, মহিলাদের ব্যাগ, ইমিটেশনের অলঙ্কার, কাপড়সহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত গত ২ মার্চ খুলশী থানার আল ফালাহ গলিতে পাঁচলাইশ থানার এসআই হাসান আলীর বাসা থেকে ১৬ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তলটি চুরি হয়। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা করেছিলেন এসআই হাসান। অস্ত্র চুরির পর দায়িত্বে অবহেলার কারণে হাসান আলীকে সাময়িক বরাখাস্ত করা হয়েছিল।
