
চট্টগ্রাম : নগরীর ষোলোশহরস্থ তাহেরিয়া সাবেরিয়া সুন্নি মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মার্চ) মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার পরিচালক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা, প্রধান অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুজিবুল হক, বিশেষ অতিথি ছিলেন থানা শিক্ষা অফিসার ছিলেন মো. আবদুল হামিদ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুন্নি নুরানী বোর্ডের চেয়ারম্যান মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজবী, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম আয়ুর্বেদীয় কলেজের প্রভাষক ড. নাছির আহম্মদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার যেমন কোনো বিকল্প নেই তেমনি নীতি-নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসায় পড়ালেখা ছাড়া কোনো বিকল্প নেই। তাহেরিয়া সাবেরিয়া সুন্নি মডেল মাদ্রাসা যেভাবে কোরআন-সুন্নাহভিত্তিক মানসম্মত ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলছে তাতে বলা যায়, এখান থেকেই দক্ষ আলেমে-দ্বীন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিসিএস ক্যাডার পর্যন্ত একেবারে সবই হওয়া সম্ভব হবে।’
কাউন্সিলর মোবাররক আলী বলেন, ‘এ এলাকায় এটি একটি আধুনিক মডেল মাদ্রাসা। এটাকে আরও আধুনিকায়ন করতে সব ধরণের সহযোগিতা দিয়ে পাশে থাকবো।’ উদ্বোধক বলেন, ‘নৈতিকতা শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ালেখা ছাড়া কোনো বিকল্প নেই।’
প্রধান বক্তা বলেন, ‘এ প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি মডেল প্রতিষ্ঠান।’ ড. নাছির আহমেদ বলেন, ‘এ প্রতিষ্ঠানকে কলেজ-ভার্সিটি পর্যায়ে প্রতিষ্ঠা করতে সকল ধরনের সহযোগিতা করে পাশে থাকবো।’
অনুষ্ঠান শেষে বাৎসরিক ভোজে আগত অতিথিসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দিনভর হামদ-নাতে মোস্তফায় মুখরিত ছিল মাদরাসা প্রাঙ্গণ।’
