ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস


খেলাধুলা ডেস্ক : ইনজুরির কারণে ছিলেন না নেইমার। গোলরক্ষক অ্যালিসন বেকার, রক্ষণভাগের থিয়াগো সিলভা, মার্কুইনিয়োস এবং স্ট্রাইকার রিচার্লিসনকেও পায়নি ব্রাজিল। আনকোরা দল নিয়ে নামা সেলেসাওরা মরক্কোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটিতে ধুঁকেছে, বিশ্বকাপের পর খেলতে নেমেই দেখেছে হার। র‌্যাংকিংয়ের শীর্ষ দলটির বিপক্ষে এটিই মরক্কোর প্রথম জয়।

রবিবার তাঞ্জিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে খেলার ২৯ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন সোফিয়ার বৌফল। ৬৭ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান দলটির অধিনায়ক কাসেমিরো। ৭৯ মিনিটে স্বাগতিকদের আরেকবার এগিয়ে যায় আবদেল হামিদ সাবিরির গোলে। শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটিকে ২-১ গোলে হার উপহার দেয় কাতার বিশ্বকাপে চমক দেওয়া মরক্কো।

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট—পাঁচবারের চ্যাম্পিয়নদের উপর সব বিভাগে আধিপত্য দেখিয়েছে মরক্কো৷ ৫২ শতাংশ বল দখলে রেখে সাতবার শট নেয় হাকিম জিয়েশ-বৌফলরা, গোলমুখে রাখে চারটি শট—গোল হয়েছে দুটিতে। বিপরীতে পাঁচটি শটের তিনটি লক্ষে রাখে ব্রাজিল। প্রতিপক্ষের জমাট রক্ষণে থেমে যাওয়া ভিনিসিউস-রদ্রিগোরা একবারই ফাঁকি দিতে পারেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে।

নিজেদের মাঠে বলের দখলে দাপট দেখায় মরক্কো৷ দ্রততম প্রতি আক্রমণে উঠে ত্রাস ছড়ায় সেলেসাও শিবিরে। সেই ধারাবাহিকতায় ২৭ মিনিটে গোল আদায় করে নেয় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এল খানৌসের পাস থেকে গোল করেন সোফিয়ান বৌফল।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। ৬৭ মিনিটে দলকে সমতায় ফেরান ব্রাজিলের নতুন অধিনায়ক কাসেমিরো৷ শেষ পর্যন্ত দলের হার রুখতে পারেননি ব্রাজিলের মিডফিল্ড তারকা৷ বদলি নামা চেদিরার পাস ধরে ব্রাজিলের জালে বল জড়ান সাবিরি। নির্ধারিত সময়ের পর আরও সাত মিনিট খেলা হলেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে—মরক্কো ২:১ ব্রাজিল।