চুয়েটে টিএসসি নির্মাণে ৫০ লাখ টাকা দিয়েছে প্রাক্তন ছাত্র সমিতি

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ টিএসসি (টিচার্স-স্টুডেন্টস কমপ্লেক্স) নির্মাণে পৃষ্ঠপোষকতা করছে সাবেক ছাত্র-ছাত্রীদের প্রাণের সংগঠন চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি।

এ লক্ষে সম্প্রতি (২৩ জুলাই) ঢাকায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের নিকট ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রাক্তন সমিতির সভাপতি এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সভাপতি প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভূঞাঁ।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক ও বিটিসিএল’র জেনারেল ম্যানেজার প্রকৌশলী খান আতাউর রহমান সান্টুসহ সমিতির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের চলমান অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চুয়েটের ভাবমূর্তিকে প্রতিনিয়ত অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে আমরা এই প্রতিষ্ঠানের প্রতি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মমত্ববোধ ও সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আগামী দিনেও তাদের নিবিড় সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।