
চট্টগ্রাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় এক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৯ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম লিয়াকত আলী। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
রোববার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন বলে জানান চট্টগ্রামে দুদকের পিপি কাজী ছানোয়ার হোসেন লাভলু।
এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ২০১৩ সালে ব্যবসায়ী লিয়াকত আলী ও ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে ৮ কোটি ৮৯ লাখ ২৩ হাজার ৪৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চকরিয়া থানায় একটি মামলা করেন।
পরে মামলাটি তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি অন্যত্র বদলি হয়ে গেলে মামলাটি তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক অজিত কুমার সাহা। তিনি ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
ব্যাংক কর্মকর্তা মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ২০১৭ সালের ১৪ মার্চ মামলাটির অভিযোগ গঠন করা হয়। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়ার পর ওই রায় ঘোষণা করা হয়।
পিপি কাজী ছানোয়ার হোসেন (লাভলু) জানান, আসামি লিয়াকত আলীকে মানি লন্ডারিং আইন-২০১২ এর ৪(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৯ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
