দক্ষিণ কোরিয়ায় কাঁদা ছোঁড়াছুড়ির খেলা

ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া : পৃথিবী এক, মানুষ এক। কিন্তু চাহিদা ভিন্ন, চিন্তাজগত ভিন্ন, ভিন্নতা উৎসবেও। বিচিত্র দুনিয়ার বিচিত্র উৎসব। সে উৎসবের একটি মাড ফেস্টিভ্যাল বা কাঁদাউৎসব।

২০ বছর ধরে চলছে দক্ষিণ কোরিয়ার বোরিয়ং শহরে ডেইচন বিচে। যা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসে লাখো পর্যটক। প্রতিবছর জুলাইয়ের ৩য় সপ্তাহে শুরু হয় এই উৎসব। ২০ তম ২০১৭ মাড ফেস্টিবল ২১ জুলাই শুরু হয়ে শেষ ৩০ জুলাই।

গোলাকৃতির কাঁদাময় স্টেজ। নাচে গানে জমজমাট মাড ফেস্টিভ্যাল আসর। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা মাতিয়ে রেখেছে ডেইচন বিচ।

কাঁদাউৎসবকে কেন্দ্র করে আকর্ষণীয় ইভেন্টেরও আয়োজন করা হয়। কাঁদা পুল, কাদা স্লাইড, কাঁদা কারাগার, কাঁদা স্কিইং যার মধ্যে অন্যতম। এছাড়া বডি পেইন্টিং-এর জন্য বানানো হয় বিভিন্ন রঙের কাঁদা। যা অসাধারণত্বে ভরা।

উল্লেখ্য, রাজধানী সিউলের ২শ’ কিলোমিটার দক্ষিণে বোরিয়ং শহর থেকে মাটি সংগ্রহ করে আনা হয় ডেইচন সমুদ্র বিচে। সেখানে মাটিকে নরম করে উৎসবের জন্য প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় নানা ভঙ্গিতে মাটি ছোঁড়াছুড়ির খেলা।

সাগর এবং দ্বীপ পরিবেষ্টিত অসাধারণ সৌন্দর্য বোরিয়ং শহর। দক্ষিণ কোরিয়ার যুবক-যুবতী, বিশ্বের অসংখ্য পর্যটক পরিবার নিয়ে যোগ দেন এ ফেস্টিভ্যালে। মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর উৎসব।

গ্রীষ্মকালীন ছুটি থাকায় প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়। কোরিয়ানরা পরিবার নিয়ে দারুণ উপভোগ করেছে জনপ্রিয় এই মাড ফেস্টিভ্যাল।

একটি কসমেটিক কোম্পানি ১৯৯৬ সালে এই উৎসবের চিন্তা করে। কাঁদায় কসমেটিক গুণাবলি প্রসঙ্গে সচেতনতা বাড়াতেই এ আয়োজন। দুই বছর পর, ১৯৯৮ সালে প্রথম মাটি উৎসব আয়োজন করা হয়। বর্তমানে শুধু দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে এটি উদযাপন করা হয়।

আমেরিকা থেকে আগত পর্যটক জেমস ফ্রে বলেন, সত্যি অসাধারণ এক ফেস্টিভ্যাল, গত দুই বছর যাবৎ আমি এই কাঁদা উৎসবে আসি।

দক্ষিণ কোরিয়া প্রবাসী তারেক জানান, গ্রীষ্মকালীন ছুটি থাকায় এবার কাঁদা উৎসবে আসতে পেরেছি। এই মাড ফেস্টিভ্যালে আসার মজা, অনুভূতি আলাদা।