এক কেজি আফিমসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে এক কেজি ১০০ গ্রাম আফিমসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকার জে ব্লকে এ অভিযান চালানো হয়।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মীর্জা সায়েম মাহমুদ বলেন, একটি বাসা থেকে এক কেজি একশ গ্রাম আফিসসহ তিনজনকে আটক করা হয়েছে। আরও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত আছে।