ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে জাভা দ্বীপের শহর তুবানের ৯৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সমতলের ৫৯৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়া এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতার খবরও জানা যায়নি।

ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প প্রবণ ‘রিং অব ফায়ার’-এ। এজন্য দ্বীপপুঞ্জের দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয় এবং অগ্ন্যুৎপাত হতে দেখা যায়।