
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠন করা হয়েছে।
শনিবার রাতে ৪৫ তম ব্যাচের এক ইফতার মাহফিল ও মিলন মেলায় কমিটির আহ্বায়ক জুবায়ের বিন হারুণ ও সদস্য সচিব শহিদুল আলম নয়ন এই কমিটির ঘোষণা দেন।
এতে শিহাব উদ দৌলাকে সভাপতি ও অভিজিৎ বড়ুয়াকে সাধারণ সম্পাদক হিসাবে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়। দায়িত্ব নেওয়ার পর সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবার প্রত্যয়ে কাজ করার ঘোষণা দেন কমিটির সদস্যরা।
এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক সাবেক ছাত্রছাত্রীর উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়। এর আগে ৪৫ তম ব্যাচের পক্ষ থেকে নগরীর একটি এতিমখানায় এতিমদের মধ্যে ইফতার সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ সেশনের ছাত্র-ছাত্রীরাই ৪৫ তম ব্যাচ।
