
ঢাকা : চলতি বছর হজে যেতে ইচ্ছুক কিন্তু এখনো নিবন্ধন করেননি এমন ব্যক্তিদের জন্য আরও এক দিনের বিশেষ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ এপ্রিল) নিবন্ধনে জন্য সার্ভার খুলে দিয়ে চলতি বছরের জন্য এই শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় চলতি বছরের হজ নিবন্ধন। এরপর একে একে আট দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় ১১ এপ্রিল উন্মুক্ত নিবন্ধন বন্ধ করা হয়। হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে চলতি বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নিবন্ধন সার্ভার চালু করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর ১৬ এপ্রিলের পত্র ও হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার এক দিনের জন্য উন্মুক্ত থাকবে।
এতে বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক্-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
জানা গেছে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৫ জন। অর্থাৎ নিবন্ধনের বাকি আছে ৭ হাজার ৫০৩ জন।
এদিকে নিবন্ধন করেছেন এমন হজযাত্রীদের ভিসার জন্য বায়োমেট্রিক শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়; ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও; ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স; ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।
