চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।
গত ৩০ জুলাই কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের ঘোষিত হওয়ার পরে নবনির্বাচিত সভাপতি কাজী তামজিদ রিদুয়ান পাশার নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর কেন্দ্রিয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ অন্যান্য কেন্দ্রিয় নেতৃবৃন্দদের সাথে সৌজন্যে সাক্ষাত করে কমিটির দায়িত্বপ্রাপ্তরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে নেতৃবৃন্দরা পৌছানোর কথা জানার পর বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মীরা বিমানবন্দরে সমবেত হন। সকাল ১১টায় বিমানযোগে কক্সবাজার পৌছালে উৎসুক নেতাকর্মীরা করতালি এবং জয় বাংলা স্লোগানের মাধ্যমে অভ্যর্থনা জানান।
পরে সদরের বিভিন্ন পয়েন্টে জড়ো হওয়া এলাকাবাসীকে শুভেচ্ছা জানান কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি কাজী তামজিদ রিজুয়ান পাশা।

