
ঢাকা : বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের (বিজেএস) ১২শ জুডিসিয়াল অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সিলেটের সিনিয়র সহকারী জজ মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে ব্রাক্ষণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১ মে) রাতে অনলাইনে আয়োজিত এক সভার মাধ্যমে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
একই নির্বাচনে সহ-সভাপতি পদে ব্রাক্ষণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য ও সাংগঠনিক সম্পাদক পদে সিলেটের সিনিয়র সহকারী জজ সাজ্জাদ হোসেন নয়ন নির্বাচিত হয়েছেন।
আপাতত এই চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়।
ফলাফল ঘোষণার পর কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে সমন্বয় করে নতুন কমিটি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি মো. রুবেল মিয়া। একই কথা বলেছেন সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন।
প্রসঙ্গত, বিচারকদের কেন্দ্রীয় সংগঠনের পাশাপাশি ব্যাচভিত্তিক বিভিন্ন সংগঠন রয়েছে। ২০২০ সালে বাংলাদেশ জুড়িসিয়াল সার্ভিসের ১২শ ব্যাচে নিয়োগ পাওয়া ১০০ জন বিচারক নিয়ে ১২শ’ জুডিসিয়াল অফিসার্স এ্যাসোসিয়েশন গঠিত হয়।
