কেন্দ্রীয় নির্দেশ: সম্পর্ক রাখা যাবে না চট্টগ্রাম ছাত্রদলের দুই নেতার সাথে

চট্টগ্রাম: সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে; তাদের সাথে সম্পর্ক না রাখতে ছাত্রদলসহ সব সহযোগী সংগঠনকে বলা হয়েছে।

এরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি রেজাউল করিম বাবু ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের ৯ নাম্বার যুগ্ম আহ্বায়ক মো. রায়হান উদ্দিন।

শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তাদের বিষয়ে সতর্ক থাকতে ছাত্রদলসহ সব সহযোগী সংগঠনকে বলা হয়েছে।

একই সাথে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি এমডি ফোরকান অালী ও যুগ্ম সম্পাদক এস এম রাশেদুল আলমকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে।

এদিকে শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় হাটহাজারী উপজেলা ছাত্রদলের ৯ নাম্বার যুগ্ম আহ্বায়ক মো. রায়হান উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী একুশে পত্রিকাকে বলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্তের বাইরে গিয়ে অবৈধভাবে কয়েকটি কমিটি গঠন করে দেয়ার ঘটনা ঘটে। এতে অভিযুক্তদের সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে আসায় বহিষ্কার করা হয়েছে। তাদের সাথে সম্পর্ক না রাখতে ছাত্রদলসহ সব সহযোগী সংগঠনকে বলা হয়েছে।