চট্টগ্রামে পুলিশ খুনের দায়ে ৩ জনের যাবজ্জীবন


চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কর্মরত ফরিদ উদ্দিন নামে এক পুলিশ সদস্যকে খুনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, মাবুদ দুলাল, অর্জুন দে ও মনির। তাদের মধ্যে মনিরকে ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাকি ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এ রায় দেন বলে একই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান।

এ সময় মাবুদ দুলাল ছাড়া বাকি তিন আসামি পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয় এবং মাবুদ দুলালকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে পুলিশ সদস্য ফরিদ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন। পথে ডবলমুরিং থানা এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রক্তাক্ত কনস্টেবল ফরিদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেন। তবে মামলার তদন্ত চলাকালীন সময়ে দুই আসামি মারা যান। পরে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। মামলাটির বিচারিক প্রক্রিয়ায় মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।