চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে ‘ব্যাকআপ ফোর্স’ হিসেবে ব্যবহৃত সন্দেহে আটক কালো মাইক্রোবাসটির মালিক আবুল খায়ের গ্রুপ। এর আগে বুধবার সকালে চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার মাইক্রোবাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশের একটি সূত্র জানায়, আটক করা গাড়িটির মালিক শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ‘আবুল খায়ের গ্রুপ’। হত্যাকান্ডে গাড়িটি জড়িত অাছে কিনা- তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।
এর আগে মাহমুদা খানম মিতু হত্যার সময় ঘটনাস্থলে একটি কালো রঙের মাইক্রোবাস থাকার বিষয়টি নিয়ে সোমবার রাতে একুশে পত্রিকা সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, ঘটনাস্থলে একটি কালো মাইক্রোবাস অবস্থান করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাতকদের ‘ব্যাকআপ’ এর জন্য ওই মাইক্রোবাসে ভারী অস্ত্র ও গ্রেনেড বহন করা হয়েছিল। কোনরকম বাধা আসলে, তা মোকাবেলা করার জন্য ওই মাইক্রোবাসটি আনা হয়েছিল। গত বছর সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় জেএমবি এভাবে ‘ব্যাকআপ’ রেখেছিল। সেদিন জেএমবি সদস্যদের একটি দল মোটরসাইকেল নিয়ে, আরেকটি দল মাইক্রোবাস নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল।
পরে মঙ্গলবার সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার জানিয়েছিলেন, ফুটেজে খুনিদের ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে কালো রঙের মাইক্রোবাস দেখা গেছে। মাইক্রোবাসটি খুনিদের সহযোগিতা করার জন্য এসেছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা।