
আন্তর্জাতিক ডেস্ক : আট দিনের রিমান্ড চলার মধ্যেই আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটি সুপ্রিম কোর্ট। আদালত একই সঙ্গে ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়ালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
শীর্ষ আদালত প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) যাওয়ার নির্দেশও দিয়েছেন।
এর আগে আজ ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করতে জাতীয় জবাবদিহি ব্যুরোকে (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো–এনএবি) নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত।
পরে বিকাল ৫টা ৪৫ মিনিটের পর কড়া নিরাপত্তার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করা হয়। সাবেক প্রধানমন্ত্রীকে বিচারকের গেট দিয়ে এসসির ভেতরে নিয়ে যাওয়া হয়।
ইমরানের আগমনের আগে, সুপ্রিম কোর্টের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। রেঞ্জার্স এবং পুলিশের দল এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ডাকা হয়েছিল।
