‘গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেন যেন এক আলোকবর্তিকা’


চট্টগ্রাম : সাতকানিয়ার নলুয়ায় গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ মে) শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিচালক এরফান লিটন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক আ জ ম সেলিমের সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শওকত ওসমান।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন গাটিয়াডেঙ্গা আ স ম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোতেষ বসু, নলুয়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান শাহজাহান মো. আবু ইউনুচ টুন্টু, শিক্ষক মো. শহিদুল্লাহ, দক্ষিণ গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মিজানুল ইসলাম, সহকারী শিক্ষক ফেরদৌস আহমদ, অভিভাবক প্রতিনিধি সুলতান মাহমুদ, সাবেক শিক্ষার্থী আমানুল্লাহ মো. ক্বাফি।

এসময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম সাইফুল আলম, আবু তাহের, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, মো. গোফরান, জাফর আহম্মদ ভুট্টো, আবু নাইম মুসা, শাকিল আহমদ, প্রকৌশলী শহীদুল ইসলাম, আবছার উদ্দিন ও এ কে এম মনজুরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে ছিলেন জহির উদ্দিন মিন্টু, আবদুল আজিজ, মো. জাফর আলম, জামাল, আবু ছালেহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আমানুল্লাহ সোহেল।

বক্তারা বলেন, বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া ও অনগ্রসর গ্রামে গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেন যেন এক আলোকবর্তিকা। সুদক্ষ শিক্ষক, পরিচালকদের আন্তরিকতা, অভিভাবকদের যত্ন ও বিদ্যালয়ের মনোরম পরিবেশ মিলে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী প্রতিষ্ঠান গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেন। প্রতিষ্ঠার পর থেকে অনেক কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে এ প্রতিষ্ঠান। এসব শিক্ষার্থী পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানেও সাফল্যের সাথে আলো ছড়িয়েছে। এই ধারাবাহিকতা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন শিক্ষক, পরিচালক ও অভিভাবকরা।