রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জাপা নেতাদের বৈঠক

প্রকাশিতঃ ২৫ মে ২০২৩ | ৬:১৭ অপরাহ্ন


ঢাকা : যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভিসা নীতি নিয়ে বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) কয়েকজন নেতা।

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আওতায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে বৈঠক শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

ক্ষমতাসীন দলের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

এছাড়া বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি মুজিবুল হক চুন্নু এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, ‘মার্কিন সরকার বাংলাদেশের জন্য যে ভিসা নীতি ঘোষণা করেছে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়েছে। প্রতিটি দলই তাদের মতামত দিয়েছে। নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি একদল আরেক দলের সম্পর্কে বলেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে মার্কিন ভিসা নীতির উদ্দেশ্য বোঝা গেছে, তারা সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। এই ব্যাপারে আমাদের দলও একমত।’