রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

মৃত ভেবে সুরতহাল করার সময় দেখা গেল জীবিত

প্রকাশিতঃ ২৬ মে ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে মৃত ভেবে সুরতহাল করতে গিয়ে হৃদস্পন্দন পাওয়া গেছে এক যুবকের। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষপান করার পর বেঁচে যাওয়া ওই যুবকের নাম রবিউল হোসেন জিকু (৩০)। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে বিষপান করা এক যুবকের মরদেহ ঘরে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে। মৃত ভেবে তার শরীর দেখার সময় হৃদস্পন্দন পেলে তাকে হাসপাতালে নেয়া হয়।

ওসি আরও বলেন, আপাতত ভয়ের কিছু নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে বিষপানের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।