চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে শিবিরকর্মী অভিযোগে এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন (২৩) চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে শিবির উৎখাতের কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে শিবিরকর্মী গিয়াসকে কলেজের হোস্টেল গেইটের সামনে থেকে ধরার পর ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন বলেন, খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। তাকে চকবাজার থানায় পাঠানো হয়েছে।
