
ঢাকা : গত তিনদিনে চার লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরমধ্যে বাংলাদেশে এসেছে আট হাজার ৩০০ টন পেঁয়াজ।
বুধবার (০৭ জুন) পেঁয়াজ আমদানির সবশেষ তথ্যে এ কথা জানায় কৃষি মন্ত্রণালয়।
দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে।
ফলে সবশেষ শনিবার পেঁয়াজের দাম প্রতিকেজি প্রায় ১০০ টাকায় উঠে। এরপর (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করে কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান কৃষি সম্প্রতারণ অধিদফতর।
অনুমোদন দেওয়ার পরপরই পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০-২৫ টাকা কমে যায়। এরপর মঙ্গলবার ৬ জুন থেকে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম কমছে ধীরগতিতে।
পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভোক্তা-স্বার্থ রক্ষায় ৪ জুন বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়।
