চট্টগ্রামে নিষেধাজ্ঞা না মেনে পাহাড় কাটায় আদালত অবমাননার রুল


চট্টগ্রাম : নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী মৌজায় পাহাড় কাটার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জালিলের দ্বৈত বেঞ্চ আজ সোমবার এ রুল দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী মৌজার ১৭৮, ১৭৯ ও ১৮০ নম্বর বি এস দাগের প্রায় ১১ একর পাহাড় কাটা বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৫ সালে বেলার পক্ষে রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানির পর ওই বছর ৩ আগস্ট হাইকোর্ট পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা দেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় এই কাউন্সিলর পাহাড়কাটা অব্যাহত রাখেন। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এ নিয়ে ধারাবাহিক খবর-প্রতিবেদনও করে।

পাহাড় কাটার দায়ে ওই কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে একাধিক মামলাও করে পরিবেশ অধিদপ্তর। এর পরও পাহাড় কাটা থেকে দমানো যায়নি তাকে। পরে গত ৩১ মে কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করে বেলা। সে আবেদনের শুনানির পর রুল দিলেন উচ্চ আদালত।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না।