পিপলস্ ইন্স্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা


ঢাকা : পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সকল নিয়মনীতি মেনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী উক্ত সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের সকল কমিটির চেয়ারপার্সন, পরিচালকবৃন্দ, সংবিধিবদ্ধ নিরীক্ষকের প্রতিনিধি, স্ক্রুটিনাইজার, ডিএসই/সিএসই এর অবজারভার এবং ২৩৫ এর অধিক ডিজিটালি সংযুক্ত শেয়ারহোল্ডারগণ সভায় যোগদান করেন।

উপদেষ্টা এম. এইচ. খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেন, কোম্পানির প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন এসিএস।

শেয়ারহোল্ডারগণ ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২২ সালের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও ২০২৩ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক, কম্প্লায়েন্স নিরীক্ষক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করেন।

বিগত বছরে কর্তৃপক্ষ বিচক্ষণতার সাথে কোম্পানির কার্যক্রম পরিচালনা করায় শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন।