চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় গ্রেফতার ‘সাবেক শিবির কর্মী’ আবু নছর গুন্নুকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ঠিক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বলেন, মিতু হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার হাটহাজারীর ফরহাদাবাদ এলাকা থেকে আবু নছর গুন্নুকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা। এসময় কোন সূত্রে ও কি ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে গুন্নুকে গ্রেফতার করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তা জানতে চান আদালত। উত্তরে তদন্ত কর্মকর্তা জানান, মিতু হত্যার সময় গুন্নু ঘটনাস্থলে উপস্থিত ছিল, তা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ জানতে পারে। এ সম্পর্কিত তথ্য প্রমাণ রয়েছে।
এরপর আদালত রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ঠিক করে ওইদিন সংশ্লিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেন। পরে নছুরকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।