‘মাইজভাণ্ডারী তরিকা মানবতার মুক্তির পথ’


চট্টগ্রাম : মাইজভাণ্ডারী তরিকা মানবতার মুক্তির পথ বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডারী গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

শুক্রবার (৩০ জুন) আশেকানে হক ভাণ্ডারী, শোকর – এ মওলা মনজিলের উদ্যোগে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা, মাসিক সাংগঠনিক সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী আরও বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকার অনুসারীদের সাধনা হচ্ছে মানবতার, যার ভিত্তি হচ্ছে ঈমান। আর মাইজভান্ডারী ঈমান হচ্ছে ইশকের ভিত্তিতে বিশ্বাস।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হুমায়ূন কবির চৌধুরী রাশেদ ও নাজমুল হাসান চৌধুরী হেলাল।

উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহ। আলোচনায় আরও অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ কামাল উদ্দীন, উপদেষ্টা আবু সাহাদাত মুহাম্মদ সায়েম সুমন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, রাস-আল-কাইমা শাখার উপদেষ্টা মুহাম্মদ ওমর ফারুক ও হারুয়ালছড়ি শাখার সাবেক সহ সভাপতি আহসানুল কবির চৌধুরী সাজ্জাদ।

সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দীন ফরহাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন। উক্ত আলোচনা সভায় আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মনজিলের ও জ্যোতি ফোরামের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। সেমা মাহফিল পরিচালনা করেন মুহাম্মদ ইউসুফ কাওয়াল।