
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী সোমবার জেনিন শরণার্থী শিবিরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে প্রায় তিন হাজার ফিলিস্তিনি ওই অঞ্চল থেকে পালিয়েছেন। একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ফিলিস্তিনের জেনিন এলাকার ডেপুটি গভর্নর কামাল আবু আল-রৌব বলেছেন, “এখন পর্যন্ত প্রায় তিন হাজার লোক এ শরণার্থী শিবির ছেড়েছে।” তিনি আরও জানিয়েছেন, জেনিন শহরের স্কুল ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
তার মতে, ‘এখন জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি বসবাস করছে।’
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের বিষয়ে আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতের বৈশ্বিক ব্যস্ততার সহ-পরিচালক রামি জি. খুউরি বলেছেন, ‘ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলার ভয়াবহতা অনেক বেশি। এর আগে জেনিনের ফিলিস্তিনিরা এত মারাত্মক হামলার মুখোমুখি হননি।’
এক শতাব্দী ধরে চলমান “ইসরায়েলি ঔপনিবেশিক সহিংসতার” প্রেক্ষাপটে সামরিক অভিযানের কথা উল্লেখ করে খুরি বলেন, এসব সামরিক হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে না। তারা “সম্পূর্ণ দায়মুক্তি” নিয়েই কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের ভেটোর কারণে জাতিসংঘে তারা সম্পূর্ণ দায়মুক্তি পাচ্ছে। এ কারণে তারা যা খুশি তা করতে পারে। এমনকি তারা যা করতে চায় তাই করছে। এক্ষেত্রে তারা চরমপন্থা অবলম্বন করছে।’
তিনি বলেন, “ফিলিস্তিনে তারা যা ইচ্ছে করছে, তাই করছে। কেউ তাদের জবাবদিহি করছে না।’
সূত্র : আল-জাজিরা
