চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় ছাত্রলীগের এক পক্ষের ছুরিকাঘাতে অন্যপক্ষের এক কর্মী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মো. আলাউদ্দিন (১৮) নগরীর ওমরগণি এমইএস কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। তিনি নগরীর নাসিরাবাদ আল ফালাহ গলির মো. আমিরের ছেলে।
পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এমইএস কলেজ ছাত্রলীগের ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। আহত আলাউদ্দিন জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারী।
খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। আহত আলাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটিতে ভর্তি আছে। তার পেটে ছুরির আঘাত আছে। তবে আঘাত গুরুতর নয়।
