
ঢাকা : সৌদি আরবে হজ পালন শেষে ২৯ হাজার ৪ জন হাজি দেশে ফিরেছেন। গতকাল শনিবার পর্যন্ত মোট ৭৬টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।
গত ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা শেষ হবে ২ আগস্ট।
শনিবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিটে হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, হজ পালন শেষে মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ৪ জন হাজি।
মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৭৬টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, সৌদি এয়ারলাইন্সের ৩১টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি।
সৌদি আরবে এ পর্যন্ত ৯১ জন হজযাত্রী/হাজি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ২২ জন। ৯১ জনের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।
এ বছর মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। মোট ৩২৫টি ফ্লাইটে সৌদি আরব যান তারা।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে পরিবহন করেছে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে পরিবহন করেছে ৪১ হাজার ৪৬৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে পরিবহন করেছে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।
এ বছর সরকারি হজযাত্রীর কোটা ছিল ১০ হাজার ৩৬০ জন, বেসরকারি হজযাত্রী ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (গাইড ২৫০৬ জনসহ)। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
