পরোয়ানা জারির ২৩ বছর পর গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামে ২৩ বছর আগের এক গ্রেফতারি পরোয়ানামূলে সাবেক এক ইউপি সদস্য গ্রেফতার হয়েছেন। দুর্নীতির ওই মামলায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নির্মল বিশ্বাস (৬৫) বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের বেয়াই মার্কেট এলাকার বিজয় কৃঞ্চ বিশ্বাসের ছেলে।

বোয়ালখালী থানার ওসি মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে নির্মল বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের একটি মামলা বিচারাধীন আছে। ওই মামলায় ১৯৯৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।