বাসের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১২টার দিকে ফটিকছড়ির বিবিরহাট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৫) ফটিকছড়ির ভূজপুর থানার কোটেরহাটের সিকদার বাড়ির দুলা মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে আসা বাসের যাত্রী ছিলেন নজরুল। আসার পথে বাসের ছাদ থেকে পড়ে নজরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।