চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় রাওয়াত বিন জাফর নামে এক ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার হাটহাজারী কলেজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাওয়াত বিন জাফর (১৮) হাটহাজারী কলেজের ২য় বর্ষের ছাত্র। সে হাটহাজারীর মোহাম্মদপুর এলাকার মো. জাফরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের একটি পক্ষের নেতাকর্মীরা উপজেলার ফতেপুর ইউনিয়নে এক ছাত্রলীগ কর্মীর বাড়িতে হামলা চালাতে যায়। এ ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার ছাত্রলীগের অপর পক্ষ সকালে পৌরসভা এলাকায় প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি কলেজ এলাকায় গেলে হামলার শিকার হন ছাত্রলীগ কর্মী রাওয়াত। বাম হাতে ও কোমরে কুপিয়ে আহত করা হয় তাকে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাওয়াত।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ছাত্রলীগের মিছিল থেকে হামলা চালিয়ে এক ছাত্রলীগ কর্মীকে আহত করার খবর পেয়েছি। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
