অবশেষে ঢাকায় অস্ট্র্রেলিয়া

ঢাকা: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে নাটক কম হয়নি। জল বহুদূর গড়ানোর পর এসেছে সমাধান। দুই বছর ধরে ঝুলে থাকা সফরটা অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। নিরাপত্তা ইস্যু, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব নিরসনের পর অবশেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া।

কাল রাতেই যে ঢাকায় পা রেখেছেন স্মিথ-ওয়ার্নাররা। রাত পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন অজি ক্রিকেটাররা। সেখান থেকে অতিথিদের সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়। রাতের বিশ্রাম সেরে আজই অনুশীলনে নেমে পড়ার কথা সফরকীরাদের।

দুই ম্যাচের টেস্ট সিরিজ, প্রস্তুতি তথা সার্বিক বিষয় নিয়ে আজ মিরপুরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্মিথরা।