শাহাদাতে কারবালা স্মরণে মাহফিল


চট্টগ্রাম : আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মন্‌জিলের উদ্যোগে শাহাদাতে কারবালা স্মরণে আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রমজান আলী, জ্যোতি ফোরাম এর সভাপতি জয়নুল আবেদীন তাওরাত।

মাহফিলে প্রধান অতিথি বলেন, শাহাদাতে কারবালার শিক্ষা হচ্ছে ঈমানের শিক্ষা। যে শিক্ষায় আছে আহলে বাইতের প্রতি আশেকানদের প্রেম শিক্ষা। রাহবারে আলম, মওলা হুজুর সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃজিঃআঃ) হচ্ছেন আওলাদে রাসুল, আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী এবং আহলে গাউসুল আজম মাইজভান্ডারী। মওলা হুজুর মাইজভান্ডারীর প্রতি ভালোবাসা হলো আহলে বাইতের প্রতি ভালোবাসা, রাসুলুল্লাহ (স.) এর প্রতি ভালোবাসা।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, রাস – আল – কাইমা শাখার উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক।

সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দীন ফরহাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন। উক্ত আলোচনা সভায় আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মনজিলের ও জ্যোতি ফোরামের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষ পর্যায়ে শাহাদাতে কারবালা উপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ রুহুল আমিন সাগর।