
আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করেছেন ইসলামাবাদ আদালত।
বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নিজের কোষাগারে জমার রাখার দায়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে।
একইসঙ্গে আদালত ইমরান খানকে আরও ১০ হাজার রুপি জরিমানাও করেছেন।
শনিবার বিচারক সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে তার আইনজীবী ইন্তাজার হুসেন তাক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয়েছে।
