চট্টগ্রাম: পণ্যের দাম বেশি রাখায় চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের আগোরার আউটলেটকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে এ সুপার শপকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্ব পরিচালিত এ অভিযানে র্যাব, ক্যাব ও বাজার মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, খোলা বাজারে প্রতি কেজি ৩০ টাকার কাঁচা মরিচ আগোরায় বিক্রি হচ্ছে ৮০টাকায়। এছাড়া খোলা বাজারে প্রতি কেজি ছোলা ৭৫ থেকে ৮০ টাকায় এবং চিনি ৫০ টাকায় বিক্রির হলেও আগোরাতে ছোলা বিক্রি হচ্ছে ১০৩ টাকা ও চিনি বিক্রি করা হচ্ছিল ৬৫ টাকায়। এভাবে পণ্যের দাম বেশী রাখার কারণে আগোরাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।