চট্টগ্রামে তিন অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী থেকে অস্ত্রসহ তিন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ির হাছিয়ার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহীদ (২৬), হাছান (২২) ও আলম (৩৮)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোরিকশা থামিয়ে তিন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতারের পাশাপাশি সাতটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এরমধ্যে দুটি একনালা বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটার গান। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে।