রিজভীর বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা হিরো আলমের, তদন্তে ডিবি


ঢাকা : অর্ধপাগল ও অর্ধশিক্ষিত বলে কটাক্ষ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ইউটিউব ও ফেসবুকের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মুনসুর রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। সেখানে লিখিত অভিযোগ জানিয়ে বিকালে যান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। সেখানে মামলার আবেদন করেন। কোর্ট সেই মামলা গ্রহণ করেছেন।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী তার বক্তব্যে বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।’ এই বক্তব্যে তার সম্মানহানি হয়েছে বলে মনে করছেন হিরো আলম।