তোমার শোকে কাঁদছে শহর, কাঁদছে দেশ
আজাদ তুমি বাংলা ভাষা, বাংলাদেশ।
লেখক তো নও, লেখকদেরই পৃষ্ঠপোষক
সাংবাদিকের পথিকৃৎ, দীপ্তঘোষক।
আজাদ তুমি এগিয়ে গেলে মেরুদণ্ডে
হেরে গেলে রোগের কাছে শোকখণ্ডে।
ফিরে পাব ভেবেছিলাম বন্ধু রূপে
আজাদ তুমি হারিয়ে গেলে চুপেচুপে।
একুশেরই টগবগে এক তরুণযোদ্ধা
ছিলে ভীষণ অগ্রসর ও জ্ঞানী – বোদ্ধা।
করোনাকে হার মানালে দুঃসাহসে
আজাদ তুমি থাকনি তো কভু বসে
আজকে আমার তোমার শোকে চোখ যে ভেজা
কালো মেঘের ভেলায় তুমি তুলোপেঁজা।
আজাদ তুমি হারিয়ে গেলে গভীর রাতে
দেখা যে আর হলো না ভাই কবির সাথে।
তোমায় ভোলা যায় না প্রিয় খুব সহজে
বন্ধু তুমি গেলে বুঝি ওমরাহ হজে।
নাকি তুমি বিদেশ গেলে চিকিৎসাতে
দেখা কি আর হবে না ভাই ভাবীর সাথে।
পুত্র তোমার পথটি চেয়ে আকুলপ্রাণে
আজাদ তুমি ফিরে এস গানে গানে।
বাবার পাশেই শুয়ে গেলে চুপটি করে
আজও তোমার উপস্থিতি শূন্যঘরে।
দুঃসময়ে পাশে ছিলে জীবনযুদ্ধে
দুর্নীতি ও অনিয়মের কী বিরুদ্ধে।
তোমার স্মৃতি ভুলতে পারা কী যে কঠিন
বন্ধু তোমার কাছে আমার আজন্ম ঋণ।
আজাদ তুমি ভালো থেক পরপারে
মোনাজাতে বেহেশত চাই ও খোদারে।
স্বর্গ সুখে তোমার জীবন উঠুক ভরে
আজাদ তোমায় মনে পড়ে, মনে পড়ে।

