চট্টগ্রাম: নানা অপরাধের দায়ে চট্টগ্রাম নগরীর পাঁচ সুপারশপকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুটি কাঁচাবাজার ও বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, ফোরকান এলাহী অনুপম, আনিসুল ইসলাম ও সাব্বির রহমান।
জেলা প্রশাসন সূত্র জানায়, বেশি দামে পণ্য বিক্রি, পচা মাছ-মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের জন্য প্রবর্তক এলাকার আগোরা, ষোলশহর এলাকার মীনাবাজার, গোলপাহাড় মোড়ের স্বপ্ন, খুলশী এলাকার দি গ্রোসার ও খুলশী মার্ট’কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে একই কারণে নগরীর ফ্রিপোর্ট ও ফইল্যাতলী বাজারে পৃথক অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিবিরহাট আতুরার ডিপো এলাকায় মূল্য তালিকা না টানানোয় ১৩টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
