কর্ণফুলীতে ইয়াবাসহ গ্রেফতার ২

মোর্শেদ নয়ন : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন আবুল হাশেম মৃধা (৩০) ও হযরত আলী (৩৫)। তারা মাদারীপুর জেলার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেয়া এসআই সালাউদ্দিন জাহেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে ইয়াবাগুলো টেকনাফ থেকে মাদারীপুর নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।