চট্টগ্রাম: চট্টগ্রামে কোরবানির জন্য কেনা একটি গরু খালে পড়ে যাওয়ার পর সেটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, গরুটি কোনোভাবে দেওয়ানবাজার এলাকায় চাক্তাই খালে পড়ে যায়। গরুটির মালিক মো. জাহিদ আমাদের সহায়তা চান। ভোর ৫টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
এক লাখ ৭৫ হাজার টাকায় কেনা গরুটিকে রেকার ভ্যানের ক্রেন দিয়ে সকাল ৭টার দিকে খাল থেকে টেনে তোলা হয়। উদ্ধারের পর গরুটিকে মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। গরুটির কোনো ক্ষতি হয়নি।
