পশুর গাড়ি থেকে চাঁদা আদায় মেনে নেওয়া হবে না : চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রাম: কোরবানির গবাদি পশু বহনকারী গাড়ির কাছ থেকে চাঁদা আদায় একেবারেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

পুলিশ সুপার বলেন, গাড়িতে আগে অনেক চাঁদাবাজি হতো। এর মধ্যে অনেক গ্রুপ জড়িত থাকতো। এখন এটা একেবারেই মেনে নেওয়া হবে না। ওসিদের আমি বলেছি, এই ব্যাপারে আমাদের শূন্য টলারেন্স। কোনোভাবেই কাউকে ছাড় দেব না।

তিনি বলেন, বিভিন্ন গরুর বাজারে আমাদের সাদা পোশাকে পুলিশ, ডিএসবির টিম থাকবে। আমাদের নিজস্ব গোয়েন্দা থাকবে। আপনাদের সবার কাছে মোবাইল আছে। কেউ যদি চাঁদা দাবি করে, প্লিজ ছবি তুলে আমাদের দেন। যদি আমরা উপযুক্ত অ্যাকশন না নিই তাহলে আমরা আপনাদের কাছে জবাবদিহি করব।

নুরেআলম মিনা বলেন, গবাদি পশু বহনকারী কোন গাড়িকে সিগন্যাল দেওয়া যাবে না। এটা আমরা নিষেধ করেছি। তবে মিয়ানমার কিংবা টেকনাফ থেকে গবাদি পশু নিয়ে ট্রাক আসবে, সেই ট্রাকে যদি মাদক কিংবা এক্সক্লুসিভ কোন তথ্য থাকে তাহলে এএসপি এবং ওসির নেতৃত্বে টিম সেটা থামাবেন। কোন ধরনের হয়রানি না করে তল্লাশি করবেন।

ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ ও একেএম এমরান ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে অংশ নেন পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী, সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা, চট্টগ্রাম প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আন্তঃজেলা পণ্য পরিবহন মালিক সমিতির জাফর চৌধুরী, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী রহুল আমিন এবং বিবিরহাট ও সাগরিকা গরু বাজারের ইজারাদার আব্দুস শুক্কুর প্রমুখ।