কিউর পয়েন্টের নতুন চেয়ারম্যান ফারহানা মমতাজ


চট্টগ্রাম : কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক কিউর পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারের ২০২৩-২৪ সালের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ।

প্রতিষ্ঠানটির সেবার পরিধি ও মান বৃদ্ধির লক্ষ্যে পরিচালনা পর্ষদের এক সভায় সবার সম্মতিক্রমে ডা. ফারহান মমতাজকে চেয়ারম্যান মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সি এম শামসুল হাসান।

বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক সি এম শামসুল হাসান, কর্মকর্তা ও স্টাফদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় নবাগত চেয়ারম্যানকে।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান ডাক্তার ফারহানা মমতাজ কিউর পয়েন্ট ডায়াগনস্টিক ও রিসার্চ সেন্টারের সেবার মান আরও এগিয়ে নিয়ে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।