নজরুলের গল্পে ইয়াশ-তটিনী

বিনোদন ডেস্ক : প্রতিবছরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নানান আয়োজন রাখে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তার প্রয়াণ দিবস উপলক্ষে রোববার (২৭ আগস্ট) মাছরাঙা টেলিভিশন প্রচার করবে তার গল্পে টেলিফিল্ম।

রোববার রাত ১০টা ৩০ মিনিটে চ্যানলটিতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অগ্নিগিরি’। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সময়ের বেশ আলোচিত টিভি মুখ তটিনী। তার বিপরীতে আছেন ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহান। সঙ্গে আরও আছেন মাসুম বাশার।

নজরুলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল।

নির্মাতা জানান, তিনি চেষ্টা করেছেন কবির গল্পটির আবেগ সঠিকভাবে পর্দায় তুলে ধরতে। এ ক্ষেত্রে দারুণ সহযোগিতা পেয়েছেন ইয়াশ-তটিনী জুটির কাছ থেকে।