‘বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রীকেও হত্যার ষড়যন্ত্র চলছে’


ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনিমার্ণ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজারবাগে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। আমাদের দায়িত্ব তাকে রক্ষা করা। প্রধানমন্ত্রীকে যেন আমরা না হারাই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশে পরিণত করতে পেরেছি।

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরানো হবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যারা পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। তাদের অবশ্যই ফিরিয়ে আনা হবে।

আলোচনায় পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দেশকে পেছনের দিকে নিয়ে যেতে আবারও চেষ্টা চলছে। যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তাদের দৃঢ়ভাবে দমন করতে পুলিশবাহিনী প্রস্তুত আছে।