দক্ষিণ জেলা আ.লীগের নতুন কমিটিতে পটিয়ার ২৮ নেতা


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। পাশাপাশি দলের ২৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেয়েছেন পটিয়ার ২৮ জন নেতা। তাদের মধ্যে ৮ জন স্থান পেয়েছেন ৩৯ জনের মূল কমিটিতে। সদস্য তালিকায় স্থান পেয়েছেন পটিয়ার ১০ জন। উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন পটিয়ার ১০ জন।

সভাপতি পদে আছেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। সহ-সভাপতি পদ পেয়েছেন বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির ও সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী; তারা পটিয়ার বাসিন্দা।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশকে নতুন কমিটিতে করা হয়েছে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদকে করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুকে করা হয়েছে যুব ও ক্রীড়া সম্পাদক, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরীকে করা হয়েছে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক; তারাও পটিয়ার বাসিন্দা।

এছাড়া জাতীয় সংসদের হুইপ সদস্য সামশুল হক চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, বিজন চক্রবর্তী, মোজাহেরুল আলম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আবু সালেহ চৌধুরী, গোলাম সারওয়ার মুরাদকে নতুন কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে।

২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের কমিটিতে স্থান পেয়েছেন পটিয়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এম এ জাফর, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, পটিয়ার মেয়ে সাবেক সংসদ সদস্য বেগম হাসিনা মান্নান, পটিয়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. এ এইচ এম সেলিম উল্লাহ, এড. কামরুন নাহার, অধ্যাপক আবদুর রহিম ও মাস্টার সিরাজুল ইসলাম।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘নবীন ও প্রবীণদের সমন্বয়ে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আগের কমিটির ৫০ জন এবং নতুন ২৫ জন নতুন মুখ নিয়ে এই কমিটি করা হয়েছে। সাবেক অনেক ছাত্রনেতাকে কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মোছলেম উদ্দিন আহমদ ও মফিজুর রহমানকে আবার একই দায়িত্ব দেওয়া হয়।

পরে গত ফেব্রুয়ারি মাসে মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয় সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে। এরপর গত ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভায় ভারমুক্ত করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি পদ।