শেখ হাসিনার নেতৃত্বেই নারীর ক্ষমতায়ন হয়েছে : আমিনুল ইসলাম


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে বলেই দেশে আজ সর্বক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা জাগ্রত নারী সমাজ আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের সচিব থেকে মেজর জেনারেল প্রতিটি পেশায় নারীদের সফল পদচারণায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। এর রূপকার হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনিই আমাদের সবচেয়ে বড় শক্তি ও বড় সাহস। দেশের এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য আবারো নৌকায় ভোট দিতে হবে।

বিএনপির সমলোচনা করে আমিনুল ইসলাম বলেন, অতীতে যারা ক্ষমতায় গিয়ে লুটপাট করে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, জঙ্গীবাদ কায়েম করেছে, আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে এই দেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। 

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই লুটেরা দেশ বিরোধী শক্তিকে প্রতিহত করে আবারো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

নারী নেত্রী নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ। 

সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মিয়া ফারুক, সাতকানিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান দুলাল, আমিরাবাদ ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জসিম উদ্দিন মিঠুন, সাতকানিয়া ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, যুবলীগ নেতা আবছার উদ্দিন, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলীম উদ্দিন, নারী নেত্রী জাকিয়া সুলতানা, শারমিন আক্তার, রেহেনা আক্তার ও দুলালী কর্মকার প্রমুখ। 

সমাবেশ সঞ্চালনা করেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ও দিদারুল আলম বাবুল।