আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাতরী বাজারে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন ও জয়কালী বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক ইমনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়। পৃথক দুই অভিযানে ২১ মামলায় ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় কাঁচাবাজার, মাছ বাজারসহ বিভিন্ন দোকান পরিদর্শন এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ইউএনও এবং এসিল্যান্ড। তাঁরা প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দেন।
এ সময় সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্য যেন বিক্রয় করা হয় এবং মজুত করে যেন মানুষের হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, পৃথক দুই অভিযানে চাতরী চৌমুহনী বাজার ১৮টি মামলায় ৫০ হাজার ৫০০ টাকা, জয়কালীর বাজারে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও ইশতিয়াক ইমন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আজকে উপজেলার দুই বাজারে বিভিন্ন অনিয়মের কারণে বাজারের ২১ জনের কাছ থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
